মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবার জয়ী হয়েছেন ফোসন অসনজ তোয়াদারা। সোমবার (৫ জানুয়ারি) প্রাথমিক ফলাফল অনুযায়ী, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তিনি ৩য় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় এই নির্বাচন। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের জাতীয় নির্বাচনী কর্তৃপক্ষ জানায়, ৬৮ বছর বয়সী গণিতবিদ তোয়াদারা পেয়েছেন ৭৬ দশমিক ১৫ শতাংশ ভোট। এদিকে, নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৫২ দশমিক ৪২ শতাংশ।
তবে, দেশটির প্রধান বিরোধী জোট বিআরডিসি নির্বাচন বর্জন করেছে। অভিযোগ, দেশে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো পরিবেশ নেই।
দীর্ঘদিনের অস্থিরতা ও গৃহযুদ্ধকবলিত দেশে তোয়াদারা মূলত নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে প্রচার চালিয়েছেন। রুয়ান্ডার ও রুশ ভাড়াটে সেনাদের সহায়তায় দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতির দাবি করেন তিনি। এছাড়া চলতি বছর বেশকিছু বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে শান্তিচুক্তি সই করাও তার সাফল্যের অংশ হিসেবে দেখা হচ্ছে।

