spot_img

মোহাম্মদপুরে সেনা অভিযানে পিস্তলসহ গ্রেপ্তার রিয়াজ

অবশ্যই পরুন

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

মোহাম্মদপুরের বাসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রিয়াজ (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে একটি বিদেশি পিস্তল থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে সেনা টহল দল তার দেখানো মতো বাসিলার একটি রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা অস্ত্রটি উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ৭.৬৫ মি.মি. পিস্তলসহ ম্যাগাজিন (মেড ইন বেলজিয়াম)। ঘটনার পর গ্রেপ্তার ব্যক্তির অন্যান্য সহযোগীদের ধরতে একাধিক স্থানে অনুসরণমূলক অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই শেষে তার সহযোগীদের গ্রেপ্তারে পরবর্তী অভিযান পরিচালনা করা হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় স্বতন্ত্র ইনস্টিটিউশন গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, গবেষণা এবং নীতিনির্ধারণকে প্রাতিষ্ঠানিক ও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে একটি স্বতন্ত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ