spot_img

সালাহর দুর্দান্ত গোলের রাতে কোয়ার্টার ফাইনালে মিসর-নাইজেরিয়া

অবশ্যই পরুন

মোহাম্মদ সালাহর অসাধারণ এক গোলে বেনিনকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে মিসর। আগাদিরে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে ৩–১ গোলে জয় তুলে নেন ৭ বার খেলাধুলার শীর্ষ চ্যাম্পিয়নরা।

বেনিন শুরু থেকেই মিসরের বিপক্ষে লড়াই চালিয়ে যায় এবং ৬৮ মিনিট পর্যন্ত তাদের আটকাতে সক্ষম হয়। তবে ৬৯ মিনিটে মারওয়ান আত্তিয়ার দূরপাল্লার শটে মিসর এগিয়ে যায়। বেনিন ৮৩ মিনিটে সমতা ফিরিয়ে আনে জোদেল দোসুর গোলে, যা ম্যাচকে অতিরিক্ত সময়ে পাঠায়। অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে ইয়াসের ইব্রাহিমের হেডে মিসর আবার এগিয়ে যায়। এরপর ১২৪ মিনিটে লিভারপুল তারকা সালাহ একটি দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে দলকে নিশ্চিত জয় এনে দেন। এবারের টুর্নামেন্টে এটি সালাহর তৃতীয় গোল।

অন্যদিকে ফেসের বৃষ্টিভেজা রাতে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে নাইজেরিয়া। ভিক্টর ওসিমেনের জোড়া গোল এবং আদেমোলা লুকমানের অবদান নিয়ে মোজাম্বিককে ৪–০ গোলে হারিয়েছে তারা। প্রথম গোলটি করেন লুকমান, এরপর লুকমানের ক্রস থেকে ওসিমেন আরও তিনটি গোলের মধ্যে দুটি করেন। এটি নকআউট পর্বে নাইজেরিয়ার সর্বোচ্চ জয় আফ্রিকা কাপ অব নেশনসে ২০১০ সালের পর।

নাইজেরিয়া কোয়ার্টার ফাইনালে শনিবার মারাকেশে খেলবে। তাদের প্রতিপক্ষ হবে আলজেরিয়া বা ডিআর কঙ্গো।

মিসরের আগামী কোয়ার্টার ফাইনাল হবে শনিবার, যেখানে তারা খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আইভরিকোস্ট অথবা বুরকিনা ফাসোর বিরুদ্ধে।

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় স্বতন্ত্র ইনস্টিটিউশন গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, গবেষণা এবং নীতিনির্ধারণকে প্রাতিষ্ঠানিক ও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে একটি স্বতন্ত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ