spot_img

চট্টগ্রামকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স

অবশ্যই পরুন

চলমান বিপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছে রংপুর রাইডার্স। গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের চারটিতেই জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের সিংহাসন দখল করেছে দলটি। পঞ্চম ম্যাচে চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়ে শীর্ষে উঠেছে সোহান-লিটনরা।

সোমবার (৪ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে রংপুরকে ১৭০ রানের লক্ষ্য দেয় চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে ৭ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় রংপুর।

লক্ষ্য তাড়ায় নেমে ভালো শুরু করতে পারেননি লিটন কুমার দাস। তিনি ৮ বলে ১০ রান করে আউট হন। এরপর ডেভিড মালানের সঙ্গে ইনিংস গড়তে থাকেন কাইল মায়ার্স। মাত্র ২৩ বলে ফিফটি তুলে নিয়ে ম্যাচে গতি এনে দেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। তবে ফিফটির পরপরই ক্যাচ আউট হন তিনি।

তাওহীদ হৃদয়ও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ১৫ বলে ১৭ রান করে ফিরেন এই ডানহাতি ব্যাটার। এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ ও খুশদিল শাহ। ১২ বলে ২২ রান করে খুশদিল শাহ রান আউট হলেও মাহমুদউল্লাহর ১৯ বলে অপরাজিত ৩০ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে সহজ জয় পায় রংপুর।

চট্টগ্রামের হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন শরিফুল ইসলাম, তিনি নেন ৩টি উইকেট। এছাড়া আবু হায়দার ও আমের জামাল নেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি চট্টগ্রামের ওপেনার নাঈম শেখ। তিনি ১৫ বলে ১৬ রান করে লেগ বিফোর উইকেটে কাটা পড়েন। মাহমুদুল হাসান জয়ও ব্যর্থ হন, ৭ বলে ১২ রান করে ফিরে যান।

তবে অন্য ওপেনার অ্যাডাম রোসিংটনের সঙ্গে তৃতীয় উইকেটে জুটি গড়ে দলকে এগিয়ে নেন হাসান নাওয়াজ। রোসিংটন ৩৩ বলে ফিফটি তুলে নেন এবং ২ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ৪১ বলে ৫৮ রান করে আউট হন। দলীয় ৬ রান যোগ না হতেই তার পথেই ফেরেন নাওয়াজ। তিনি ৩ ছক্কা ও ২ চারে ৩৮ বলে ৪৬ রান করেন।

এরপর ২ বলে ১ রান করে আসিফ আলী আউট হলে ছন্দ হারায় চট্টগ্রাম। তবে শেষ দিকে ব্যাট চালান আমের জামাল। অধিনায়ক শেখ মেহেদীর ৭ বলে ১৩ রান ও আমের জামালের ১০ বলে অপরাজিত ১৯ রানে ভর করে নির্ধারিত ওভারে ১৬৯ রানের বড় সংগ্রহ পায় চট্টগ্রাম।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল রংপুর রাইডার্স

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় স্বতন্ত্র ইনস্টিটিউশন গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, গবেষণা এবং নীতিনির্ধারণকে প্রাতিষ্ঠানিক ও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে একটি স্বতন্ত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ