নিরাপত্তাহীনতার কারণে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। আজ সোমবার (৫ জানুয়ারি) গণমাধ্যমকে এ কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, নিরাপদবোধ করছি না, সে জন্য আমরা ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া প্রসঙ্গে বুলবুল আরও বলেন, মোস্তাফিজ আমাদের দেশের অন্যতম খেলোয়াড়। ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার। ক্রিকেটাররা যখন খেলতে যায়, মান-সম্মান নিয়ে ক্রিকেট খেলে।
তিনি আরও বলেন, কোনো ক্রিকেটারকে কোনোভাবে অসম্মান করা হলে আমরা ভালোভাবে নেই না। আমরা সবাই মর্মাহত।

