ফুটবল জাদুকর লিওনেল মেসির মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। তবে এবার শিরোনামে উঠে এসেছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। তাঁর সরাসরি হস্তক্ষেপে ইন্টার মায়ামির ‘এমএলএস কাপ’ ফাইনালে গ্যালারিতে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে ব্রাজিলিয়ান মডেল সুজি কোর্তেজকে।
ব্রাজিলের জনপ্রিয় ‘মিস বামবাম’ জয়ী সুজি কোর্তেজ দীর্ঘ দিন ধরেই মেসির অন্ধ ভক্ত হিসেবে পরিচিত। তবে এই ভক্তিময়তা মাঝেমধ্যেই বিব্রতকর পর্যায়ে পৌঁছে যায়। অভিযোগ রয়েছে, সুজি সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে আপত্তিকর ছবি ও বার্তা পাঠাতেন, যার ফলে মেসি তাঁকে ব্লক করতে বাধ্য হন। এবার এমএলএস কাপ ফাইনাল দেখতে স্টেডিয়ামে আসার আবেদন জানালে আন্তোনেলার অনুরোধে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ সুজির ভিআইপি সিট বাতিল করে।
স্টেডিয়ামে ঢুকতে না পেরে স্থানীয় গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন সুজি কোর্তেজ। তিনি বলেন, “আমি অপমানিত বোধ করেছি। ব্যক্তিগত কোনো কারণে কাউকে প্রকাশ্য ক্রীড়া ইভেন্ট থেকে নিষিদ্ধ করা উচিত নয়। এটি অত্যন্ত লজ্জাজনক।” তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে মেসিকে দেখতে তিনি গ্যালারিতে থাকবেনই এবং প্রয়োজনে পরিবারের মুখোমুখি হবেন।
অন্যদিকে, এই বিতর্কের মাঝেও নিজেদের পারিবারিক শৃঙ্খলার কথা জানিয়েছেন আন্তোনেলা রোকুজ্জো। ‘গ্রাজিয়া’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা খুব সাধারণ একটি পরিবার। খুব ভোরে বাচ্চাদের স্কুলে নেওয়া থেকে শুরু করে বিকেলে তাদের ফুটবল কোচিং—সবকিছু আমরা নিয়মমাফিক করি। আমাদের রুটিনটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

