spot_img

গুলশানে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৫

অবশ্যই পরুন

রাজধানীর গুলশানের নর্দা এলাকায় এক নারীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পানি ঢালার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভিডিও দেখেই ওই নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় মাদ্রাসার তিন ছাত্র ও দুই শিক্ষকসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সামারি ট্রায়ালে ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিচার হবে।

এর আগে, গতকাল রাতেই ভিডিও ফুটেজ দেখে পাঁচজনকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।

ভিডিওতে দেখা যায়, শীতের পোশাক পরা এক নারী খুঁটির সঙ্গে বাঁধা। আশপাশে কয়েকজন ঘিরে রেখেছেন। দেখেই বোঝা যাচ্ছে জটলা সৃষ্টি হয়েছে। তার গায়ে ছোট বালতি ও মগ দিয়ে পানি ঢালছেন দুজন। মুখে ছিল হাসি। তবে ওই নারীর মুখের অভিব্যক্তিতে স্পষ্ট ছিল ঠান্ডায় অস্বস্তিতে অনুভব করছেন।

মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ এটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

সর্বশেষ সংবাদ

জকসুতে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি, জিএস, এজিএস প্রার্থীরা স্ব স্ব...

এই বিভাগের অন্যান্য সংবাদ