spot_img

মাদুরোকে আটকের অভিযান স্ক্রিনে সরাসরি দেখেছেন ট্রাম্প

অবশ্যই পরুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে চালানো মার্কিন অভিযানের পুরো দৃশ্য দেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার-আ-লাগোতে একটি কক্ষে বসে স্ক্রিনে সরাসরি অভিযান পর্যবেক্ষণ করেন তিনি। হোয়াইট হাউস প্রকাশিত ছবিতে দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আসা বার্তাগুলোর লাইভ ফিডও সেখানে দেখানো হচ্ছিল। সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কারাকাসে মাদুরোর বাসভবনে অভিযান চালায় যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। সে সময় স্ত্রী সিলিয়া ফ্লোরেসের পাশে ঘুমাচ্ছিলেন মাদুরো। নিরাপদ কক্ষে পালানোর চেষ্টা করলে তাকে দ্রুত আটক করা হয়। ধূসর ট্র্যাকসুট পরা, হাতকড়া লাগানো এবং চোখে কালো গগলস পরা অবস্থায় তাকে যুক্তরাষ্ট্রের হেফাজতে নেওয়া হয়।

এই অভিযান ছিল কয়েক মাসের পরিকল্পনার চূড়ান্ত ধাপ। এর মূল লক্ষ্য ছিল মাদুরোকে ক্ষমতা থেকে সরানো। বড়দিনের কয়েক দিন আগে ট্রাম্প অভিযানের অনুমোদন দেন। আবহাওয়ার কারণে এক সপ্তাহের বেশি সময় অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত স্থানীয় সময় রাত ১০টা ৪৬ মিনিটে ট্রাম্প চূড়ান্ত সবুজ সংকেত দেন।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’ বাস্তবায়নে ১৫০টি বিমান এবং সামরিক ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন। ২০টি ঘাঁটি থেকে একযোগে উড্ডয়ন করে মার্কিন বিমান। ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে নির্ভুল হামলা চালানো হয়। একই সঙ্গে সাইবার যুদ্ধ কৌশল ব্যবহার করা হয়।

রাত ২টার দিকে হেলিকপ্টার করে অভিযাত্রী দল মাদুরোর কম্পাউন্ডে পৌঁছায়। সেখানে গুলি বিনিময় হয়। একটি হেলিকপ্টার আঘাত পেলেও উড্ডয়ন সক্ষম ছিল। পরিস্থিতি বুঝে মাদুরো ও তার স্ত্রী আত্মসমর্পণ করেন।

পরে তাদের ইউএসএস আইও জিমা জাহাজে নেওয়া হয়। জাহাজটি কিউবার গুয়ানতানামো বে ঘাঁটিতে থামে। সেখান থেকে বিমানযোগে নিউইয়র্কের স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বেসে আনা হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, মাদুরো এই পরিণতি এড়ানোর একাধিক সুযোগ পেয়েছিলেন। কিন্তু তিনি তা নেননি। ভেনেজুয়েলায় অভিযানের পর কারাকাসের অনেক রাস্তা ফাঁকা হয়ে যায়। দোকানপাট ও পেট্রল পাম্প বন্ধ ছিল।

অভিযানের পর ট্রাম্প বলেন, তিনি ঘটনাটি টেলিভিশন দেখার মতো করে দেখেছেন। তবে যুক্তরাষ্ট্র কতদিন ভেনেজুয়েলা পরিচালনা করবে, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের হুমকিতে সুর নরম করলেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

যুক্তরাষ্টের কাছে সুর নরম করলেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। রোববার (৪ জানুয়ারি) স্থানীয় সময় রাতে ট্রাম্পের হুমকির পর...

এই বিভাগের অন্যান্য সংবাদ