spot_img

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান আসিফ নজরুলের

অবশ্যই পরুন

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের মুখে কলকাতা নাইট রাইডার্সকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে তিনি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন। একইসাথে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি জানাতে বিসিবিকে নির্দেশ দিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে আসিফ নজরুল এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি দাবি করেন, কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজের সাথে চুক্তি বাতিলের নির্দেশ দিয়ে ভারত বৈষম্যমূলক আচরণ করেছে। এর প্রতিবাদে তিনি লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের অবমাননা মেনে নেব না।

ক্রীড়া খাতের নীতিনির্ধারক হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর নির্দেশ দিয়েছেন। তার মতে, যেখানে একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার ভারতে নিরাপদ নন, সেখানে পুরো ক্রিকেট দলের বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ।

বিসিবিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আইসিসিকে জানান যে আমরা ভারতে বিশ্বকাপ খেলা নিরাপদ মনে করছি না। আমাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।

দেশের আত্মমর্যাদা রক্ষার ডাক দিয়ে আসিফ নজরুল তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে বাংলাদেশে আইপিএল-এর সব ধরনের সম্প্রচার বন্ধের অনুরোধ জানিয়েছেন। কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘গোলামির দিন শেষ। বাংলাদেশের ক্রিকেটকে অসম্মান করলে আমরা কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করব না।’

সর্বশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকারের আমলে চালু হচ্ছে না শাহজালালের তৃতীয় টার্মিনাল: বিমান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ