spot_img

ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেয়ার নির্দেশ ভেনেজুয়েলার আদালতের

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। রোববার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

এরইমধ্যে তাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) রাতে এই আদেশ দেন বিচারপতি তানিয়া ডি’অ্যামেলি।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মাদুরোর জন্য দায়িত্ব পালন করা অসম্ভব হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশ করা হয় বিচারপতি তানিয়ার পাঠ করা ভাষণ।

ভেনেজুয়েলার সংবিধানেই বলা আছে, প্রেসিডেন্ট অনুপস্থিত থাকলে তার পদে স্থলাভিষিক্ত হবেন ভাইস প্রেসিডেন্ট।

সর্বশেষ সংবাদ

বিশ্বের ১০ ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে শেষ অবস্থানে বিপিএল

বিশ্বের দ্বিতীয় পুরনো ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া সত্ত্বেও গুণগত মানে তলানিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ব্রিটিশ ম্যাগাজিন 'দ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ