‘হাওয়া’ সিনেমা দিয়ে বেশ আলোচনায় আসেন অভিনেত্রী নাজিফা তুষি। তবে সিনেমাটি থেকে ভালো সাড়া পেলেও এ অভিনেত্রী অনেকটাই আড়ালে চলে যান। তবে আড়ালে গিয়েও তিনি করেছেন শুটিং। কিন্তু প্রকাশ করেননি।
তবে গত বছরের শেষ দিকে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘রইদ’ সিনেমার ট্রেলার মুক্তি পায়। এর পর থেকেই দর্শক মহলে আবারও বেশ আলোচনায় চলে আসেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন সময়ের আলোচিত এই নায়িকা।
ব্যক্তিগত জীবনের সঙ্গে কাজের ধরনের তুলনা করে অভিনেত্রী বলেন, আমি ব্যক্তিগত জীবনেও হিসাব করে চলি। হুট করে সিদ্ধান্ত নিই না। ক্যারিয়ারেও সেটার প্রভাব পড়েছে। শুরু থেকেই বেছে কাজ করেছি। শুধু সংখ্যার জন্য কোনো প্রজেক্টে জড়াইনি। দর্শক গ্রহণ না করলে কাজ করে লাভ কী? আমি অভিনয় করতে এসেছি, শিল্পচর্চা করতে এসেছি শুধু অর্থের পেছনে ছুটতে নয়। কোয়ালিটির প্রতি বিশ্বাস রাখলে সম্মান আর অর্থ দুটোই একদিন আসে।
প্রসঙ্গত, নাফিজা তুষির গত বছর সম্পন্ন হওয়া কাজগুলো চলতি বছরে পর্যায়ক্রমে দর্শকদের সামনে আসবে। বর্তমানে সেগুলোর দিকেই বেশি মনোযোগ তার। এছাড়াও ‘রইদ’ সিনেমার আন্তর্জাতিক সফর ও মুক্তির জন্য অপেক্ষা করছেন তিনি। ‘রঙ্গমালা’ সিনেমার বাকি অংশের শুটিং এবং একটি ওয়েব সিরিজ মুক্তি রয়েছে; পাশাপাশি আরও একটি নতুন কাজের প্রস্তুতিও বর্তমানে প্রক্রিয়াধীন। সব মিলিয়ে চলতি বছরটি কাজের মধ্যেই কাটাতে চান এই অভিনেত্রী।

