spot_img

নিজেকে ফিরে পেতে চান নেইমার, খেলতে চান বিশ্বকাপ

অবশ্যই পরুন

২০২৬ সালে নিজেকে ফিরে পেতে চান নেইমার। এই স্ট্রাইকারের স্বপ্ন ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া। মেনিসকাস ইনজুরি থেকে সেরে উঠতে ব্রাজিলের বিখ্যাত ফিজিওথেরাপিস্ট এডুয়ার্দো সান্তোসের সাথে কাজ করছেন নেমি। ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা হলেও, শতভাগ ফিটনেস সহ ভালো পারফরম্যান্স করলেই কেবল মিলবে সুযোগ জানিয়ে দিয়েছে কোচ কার্লো আনচেলোত্তি।

নেইমারের গল্পটা মূলত ব্রাজিলের পোস্টার বয় থেকে এখনা জাতীয় দলে ব্রাত্য। একের পর এক ইনজুরিতে জর্জরিত হয়ে জাতীয় দলের জার্সিটা আবার কবে গায়ে তুলতে পারবেন সেই অনিশ্চয়তায় নেইমার। তবে যে কোন মূল্যে আবারও ব্রাজিলের প্রীয় জার্সিটা গায়ে তুলতে মরিয়া এই স্ট্রাইকার। তাও আবার বিশ্বকাপের আগে। যে কোন মূল্যে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে চান নেইমার।

নিজ দেশের সর্বকালের সেরা গোল স্কোরার নেইমার। পেলেকে ছাপিয়ে সেলেসাওদের হয়ে সর্বোচ্চ ৭৯ গোলের মালিক তিনি। তবে অতীত রেকর্ড দিকে কোন কোজ হবে না সাফ জানিয়ে দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। বিশ্বকাপ দলে জায়াগ পেতে ফিটনেস আর পারফরম্যান্স নিয়ে নিজেকে প্রমাণ করার মেসেজটা নেইমারকে দিয়ে রেখেছেন ব্রাজিল বস।

এদিকে, কোচের সেই মানদন্ড টপকাতে সর্বোচ্চ চেষ্টা করছেন নেইমার। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার ২০২৫ সালের শেষের দিকে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরে ৭ ম্যাচে ৫ গোল করেছেন ক্লাব সান্তোসের হয়ে।

গত ৭ ডিসেম্বর সবশেষ মাঠে নেমেছিলেন নেইমার। খেলেছেন পূর্ণ ৯০ মিনিট। তবে বর্তমানে এই ব্রাজিলিয়ান হাঁটুর ইনজুরি থেকে ফেরার লড়াইয়ে আছে। বাঁ হাঁটুর মেনিসকাস অস্ত্রপচার করেছেন তিনি। দ্রুত সুস্থ হওয়ার জন্য তিনি বিখ্যাত ফিজিওথেরাপিস্ট এডুয়ার্দো সান্তোসের সাথে কাজ করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির শেষে নয়তো ফেব্রুয়ারির শুরুতে মাঠে ফিরবেন নেইমার।

এবছরই ফিফা বিশ্বকাপ। সেই আসরে খেলার স্বপ্ন দেখা নেইমার ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সাথে চুক্তি বাড়িয়েছে নিশ্চিত করেছেন ট্রান্সফার এক্সপার্ট ফ্যাব্রিজিও রোমানো। সাম্প্রতিক সময়ে নেইমার এক সাক্ষাতকারে জানিয়েছে নিজের গোলে ব্রাজিলকে ২৬ বিশ্বকাপ জেতানোটাই তার সবচেয়ে বড় স্বপ্ন।

তবে বাস্তবতা হলো বিশ্বকাপ জয়ের স্বপ্নটা এখন নেইমারের জন্য আকাশ কুসুম বললে ভুল হবে না। কারণ ব্রাজিল দলে সুযোগ পাওয়াটাই এখন তার কাছে পাহাড় জয়ের কতো কঠিন।

সর্বশেষ সংবাদ

মুস্তাফিজ ইস্যুতে ভারতকে নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

আইপিএলের নতুন মৌসুমে খেলা হচ্ছে না বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের। নিরাপত্তা ইস্যুর কথা বলে তাকে ছেড়ে দিতে কলকাতা...

এই বিভাগের অন্যান্য সংবাদ