spot_img

দায়িত্ব নিয়েই ইসরায়েলের পক্ষের নির্বাহী আদেশ বাতিল করলেন মামদানি

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়রের দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই জোহরান মামদানি তার পূর্বসূরি এরিক অ্যাডামসের জারি করা বেশ কয়েকটি বিতর্কিত নির্বাহী আদেশ বাতিল করেছেন। এর মধ্যে ইসরায়েল বয়কট সংক্রান্ত নিষেধাজ্ঞা এবং ইহুদি বিদ্বেষের (অ্যান্টিসেমিটিজম) সংজ্ঞা সম্প্রসারণ বিষয়ক আদেশগুলো অন্যতম। একইসঙ্গে তিনি শহরের আবাসন সংকট নিরসনে নতুন আদেশে স্বাক্ষর করেছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) মেয়র হিসেবে শপথ নেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মামদানি তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করে এই পদক্ষেপ নেন। তিনি সাবেক মেয়র এরিক অ্যাডামসের গত ২৬শে সেপ্টেম্বর, ২০২৪ যেদিন অ্যাডামস ফেডারেল অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন এর পরে স্বাক্ষরিত নির্দেশাবলী বাতিল করেন।

বাতিলকৃত আদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নগরীর সরকারি সংস্থাগুলোকে ইসরায়েল বয়কট বা বিনিয়োগ প্রত্যাহার করা থেকে বিরত রাখার আদেশ।

‘ইন্টারন্যাশনাল হলোকস্ট রিমেম্বারেন্স অ্যালায়েন্স’-এর সংজ্ঞা অনুযায়ী ইহুদি বিদ্বেষের সংজ্ঞাকে প্রসারিত করা, যা ইসরায়েল সরকারের কিছু সমালোচনাকেও ইহুদি বিদ্বেষ হিসেবে গণ্য করত। রিকার্স আইল্যান্ড কারাগারে ফেডারেল ইমিগ্রেশন বা অভিবাসন কর্মকর্তাদের প্রবেশের অনুমতি প্রদান, যা নিউইয়র্কের ‘স্যাঙ্কচুয়ারি’ বা আশ্রয় আইনের পরিপন্থী ছিল।

সর্বশেষ সংবাদ

মুস্তাফিজ ইস্যুতে ভারতকে নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

আইপিএলের নতুন মৌসুমে খেলা হচ্ছে না বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের। নিরাপত্তা ইস্যুর কথা বলে তাকে ছেড়ে দিতে কলকাতা...

এই বিভাগের অন্যান্য সংবাদ