ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ বলেছেন, দেশের ক্ষেপণাস্ত্র ক্ষমতা কোনো আলোচনা বা সমঝোতার বিষয় নয়।
দেশটির সাবেক ইরানি রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) প্রধান শহীদ হোসেইন সালামীর বাড়িতে তার প্রতি শ্রদ্ধা নিবেদনকালে তিনি এ কথা বলেন।
এ সময় ব্রিগেডিয়ার জেনারেল নাসিরজাদেহ শহীদ কমান্ডারের আইআরজিসির এয়ারস্পেস ফোর্স গঠনে গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন।
তিনি বলেন, ‘শহীদ সালামী এবং উচ্চ পর্যায়ের কমান্ডারদের একটি দল এয়ারস্পেস ফোর্সের প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন। তারা ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম এবং উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’
নাসিরজাদেহ আরও উল্লেখ করেন, শহীদ সালামী আইআরজিসির সামরিক বিশ্ববিদ্যালয়গুলিতে একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ ছিলেন, যিনি নতুন ধরনের হুমকি ও আধুনিক প্রতিরক্ষা চ্যালেঞ্জ সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন। এই জ্ঞান এয়ারস্পেস ফোর্সের সক্ষমতাকে বাস্তব অগ্রগতিতে রূপান্তরিত করেছে।
তিনি বলেন, শহীদ সালামী-এর নেতৃত্ব, ডেপুটি কমান্ডার ও পরে কমান্ডারের পদে থাকা অবস্থায়, ইরানি সামরিক বাহিনীর জন্য কার্যকর তৎপর প্রতিরোধ ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা ১২ দিনের সংঘাতের সময় প্রতিপক্ষকে যুদ্ধবিরতি চাওয়ায় বাধ্য করেছে।
ব্রিগেডিয়ার জেনারেল নাসিরজাদেহ আরও বলেন, ‘ইসলামিক রিপাবলিক অফ ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা আলোচনা বা সমঝোতার বিষয় নয়। ইসলামী প্রজাতন্ত্রে কেউ মনে করে না যে ক্ষেপণাস্ত্রের বিষয় আলোচনার মধ্যে আনা উচিত।’
খবর: মেহের নিউজ এজেন্সি

