spot_img

শেষ ওভারের নাটকীয়তা শেষে সুপার ওভারে রাজশাহীর জয়

অবশ্যই পরুন

জয়টা পাওয়ার কথা ছিল রংপুর রাইডার্সের। তবে শেষ ওভারটা দুর্দান্ত করে ম্যাচ সুপার ওভারে নিয়ে যান রিপন মন্ডল। এই পেসারের বীরত্বে উজ্জীবিত হয়ে পরে ম্যাচও নিজেদের করে নেয় রাজশাহী।

সুপার ওভারে ৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩ বল হাতে রেখে রাজশাহীকে জয়ের বন্দরে ভেড়ান তানজিদ হাসান তামিম।

মুস্তাফিজুর রহমানের করা ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকান বাঁহাতি ওপেনার। ফিরতি বলে ২ রান নিয়ে স্কোর সমতা করেন। আর তৃতীয় বলে আবার বাউন্ডারি হাঁকিয়ে দুর্দান্ত জয় এনে দেন তানজিদ।

এর আগে নিয়ম অনুযায়ী সুপার ওভারে আগে ব্যাট করে ৬ রান করতে পারে রংপুর।

এই রানের মধ্যে ২টা ওয়াইড দেন রিপন মন্ডল। তবে কোনো বাউন্ডারি হজম না করে দারুণ বোলিং করেছেন রাজশাহীর পেসার।

অন্য দিকে টস হেরে প্রথমে ব্যাট করে শাহিবজাদা ফারহানের ফিফটিতে ৮ উইকেটে ১৫৯ রান করে রাজশাহী। শাহিবজাদার ৬৫ রানের বিপরীতে রংপুরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তারই স্বদেশি পাকিস্তানের পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ।

লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড মালান ও তাওহিদ হৃদয়ের ফিফটিতে কাঁটায় কাঁটায় ১৫৯ রান করে রংপুরও। মালানের অপরাজিত ৬৩ রানের বিপরীতে ৫৩ রান করেন হৃদয়। ২ টি করে উইকেট নেন রিপন মন্ডল ও এসএম মেহরব।

সর্বশেষ সংবাদ

আফগানিস্তানে টানা তুষারপাত ও বৃষ্টি, নিহত অন্তত ৬১

আফগানিস্তানে টানা তুষারপাত ও ভারী বৃষ্টিতে গত তিন দিনে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ