ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা গোয়েন্দা প্রধান আমিত সা’আর (৪৭) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।
২০২৪ সালের মাঝামাঝি সময়ে তার শরীরে (ক্যান্সার) ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে। এরপর তিনি পদ থেকে সরে দাঁড়ান। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিশেষ চিকিৎসা নিলেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
তিনি ছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর গোয়েন্দা শাখার (রিসার্চ) প্রধান। রিসার্চ ডিপার্টমেন্টে পাঠানো এক চিঠিতে ৭ অক্টোবর হামাসের হামলার বিষয়ে গোয়েন্দা ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেছিলেন তিনি।
গত এক সপ্তাহে ইসরায়েলের গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে দেখতে যান। মৃত্যুর আগের ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়।
সূত্র: জেরুজালেম পোস্ট

