spot_img

বছরের শুরুতে বেগম খালেদা জিয়ার কবরে নেতাকর্মী ও জনসাধারনের শ্রদ্ধা

অবশ্যই পরুন

রাষ্ট্রীয় শোক ‍দিবসের দ্বিতীয় দিন ও বছরের শুরুর দিনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে দোয়া করতে আসছেন বিএনপির অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ। তারা সেখানে দেশনেত্রীর বিদেহী আত্মার জন্য দোয়া করছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টার পর থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ আসা শুরু করেন।

এই দিন দুপুরে জিয়া উদ্যানের প্রবেশমুখ খুলে দেওয়ার পর থেকে সকল শ্রেণি পেশার মানুষ ভিড় করেন জিয়া উদ্যানে। সেখানে কবর জিয়ারত ও দোয়া করেন তারা।

গতকাল বুধবার স্মরণকালের সর্ববৃহৎ জানাজার পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জাতীয় সংসদ ভবন এলাকায় তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়।

সর্বশেষ সংবাদ

উনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায়: প্রধান উপদেষ্টা

উনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ