spot_img

সুইজারল্যান্ডে নববর্ষের পার্টিতে ভয়াবহ বিস্ফোরণ, একাধিক নিহতের খবর

অবশ্যই পরুন

সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা শহরে নববর্ষ উদযাপনের সময় ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রাত ১টার পর লাক্সারি কনস্টেলেশন বার-এ এই বিস্ফোরণ ঘটে। এতে একাধিক নিহতের খবর শোনা যাচ্ছে। খবর সিএনএন ও বিবিসি’র।

সাথে সাথে বড় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বহু মানুষ আতঙ্কের মধ্যে পড়ে যায়।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন এবং অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। শেষ পর্যন্ত কতজন মারা গেছেন বা আহত হয়েছেন, তা এখনও নিশ্চিত করা হয়নি।

উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে আসে এবং আহতদের সাহায্য করছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, আগুন দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিস কর্মীরা ব্যস্ত উদ্ধারকাজে।

ক্র্যানস-মন্টানা সুইজারল্যান্ডের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এই দুর্ঘটনায় গোটা এলাকায় শোক ও হতাশার ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে,হতাহতের পরিবারগুলোকে সহায়তার জন্য হেল্পলাইন খোলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে দেশ গঠনে কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে বিএনপি দেশ গঠনে কাজ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ