spot_img

১৩ বছর বয়সী ভাই হারালেন সিকান্দার রাজা

অবশ্যই পরুন

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজার পরিবারে নেমে এসেছে গভীর শোক। তার ছোট ভাই মুহাম্মদ মাহদি (১৩) সোমবার, ২৯ ডিসেম্বর হারারে মারা গেছেন। পরদিন মঙ্গলবার হারারের ওয়ারেন হিলস কবরস্থানে তাকে দাফন করা হয়।

জিম্বাবুয়ে এক বিবৃতিতে জানায়, জন্মগতভাবেই মাহদি হিমোফিলিয়ায় আক্রান্ত ছিলেন।

এটি একটি বিরল জেনেটিক রোগ, যেখানে রক্ত স্বাভাবিকভাবে জমাট বাঁধে না। সাম্প্রতিক শারীরিক জটিলতার কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট জানায়, ‘টি-টোয়েন্টি অধিনায়ক সিকান্দার রাজা ও তার পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে জিম্বাবুয়ে ক্রিকেটের বোর্ড, ব্যবস্থাপনা, খেলোয়াড় ও কর্মীরা রাজা ও তার পরিবারের পাশে রয়েছে। আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দেন এবং মাহদির আত্মাকে শান্তিতে রাখেন।’

জিম্বাবুয়ে ক্রিকেটের শোকবার্তার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভাঙা হৃদয়ের ইমোজি পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করেন সিকান্দার রাজা।

উল্লেখ্য, সর্বশেষ আইএলটি২০ ২০২৫ আসরে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন রাজা। ১০ ম্যাচে ১৭১ রান করার পাশাপাশি নিয়েছেন ১০টি উইকেট।

শিগগিরই তাকে আবার মাঠে দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে, যেখানে তিনি জিম্বাবুয়ে দলের নেতৃত্ব দেবেন।

সর্বশেষ সংবাদ

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে: প্রেসসচিব

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ