নতুন বছরের শুরুতেই বড় দুঃসংবাদ পেলো রিয়াল মাদ্রিদ। বাঁ-পায়ের হাঁটুর চোটে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। ফলে জানুয়ারির গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে তাকে পাচ্ছে না স্প্যানিশ জায়ান্টরা।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) সকালে এমআরআই স্ক্যান করানোর পর এমবাপ্পের হাঁটুর লিগামেন্টে স্প্রেইন ধরা পড়ে। এর আগেও হাঁটুতে অস্বস্তি অনুভব করলেও বিষয়টিকে গুরুত্ব দেননি তিনি।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন এমবাপ্পে। লা লিগার প্রথম পর্ব শেষে তিনি আসরের শীর্ষ গোলদাতা। মৌসুমে এখন পর্যন্ত লিগে ১৮ ম্যাচে ১৮ গোল করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগেও তার গোলসংখ্যা ৯টি।
সেভিয়ার বিপক্ষে বছরের শেষ ম্যাচেও গোল করেছিলেন এমবাপ্পে। সেই গোলের মাধ্যমে এক পঞ্জিকাবর্ষে রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ৫৯ গোলের রেকর্ড স্পর্শ করেন তিনি।
তবে চোটের কারণে জানুয়ারিতে অন্তত দুটি লা লিগা ম্যাচ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ মিস করবেন এমবাপ্পে। আগামী রোববার (৪ জানুয়ারি) ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে লিগ ম্যাচে তাকে পাবে না কার্লো আনচেলত্তির দল।
এমবাপ্পেকে হারিয়ে বড় চাপেই পড়ল রিয়াল মাদ্রিদ। বছরের শেষ দিকে লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান চার।

