আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) রেফারিকে অপমান করায় শাস্তি পেয়েছেন ইকুয়াটোরিয়াল গিনির দুই ফুটবলার। দলের অধিনায়ক কার্লোস আকাকপো ও মিডফিল্ডার জোসে মিরান্ডাকে নিষিদ্ধ করা হয়েছে চার ম্যাচের জন্য।
শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে ইকুয়াটোরিয়াল গিনি ফুটবল ফেডারেশন। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
গত রোববার সুদানের বিপক্ষে ১-০ গোলে হারের পর কঙ্গোর রেফারি এনকাউনোকে অপমান করায় শাস্তি পেলেন এই দুই ফুটবলার। চার ম্যাচের মধ্যে তাদের দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছর স্থগিত থাকবে।
বুধবার (৩১ ডিসেম্বর) আলেজিয়ার বিপক্ষে গিনির ৩-১ গোলে হারা ম্যাচ দিয়ে শুরু হয়েছে তাদের নিষেধাজ্ঞা। আসরে তিন ম্যাচের সবকটি হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশটি।

