spot_img

রাজশাহীতে বাজারে ঢুকে পড়লো বালুর ট্রাক, নিহত ৪

অবশ্যই পরুন

রাজশাহীর পুঠিয়ায় বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনায় নিহত হয়েছেন ৪ জন। আহত হয়েছেন আরও একজন।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে পুঠিয়ার ঝলমলিয়া কলার হাটে এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে নাটোর অভিমুখে যাওয়ার সময় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঝলমলিয়া কলার হাটে ঢুকে পড়ে। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুঠিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান, সকাল ৭টা ৫০ মিনিটের দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। মরদেহ পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। আর একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ে বালু ভর্তি ট্রাকটি।

সর্বশেষ সংবাদ

ইরানে আবারও হামলা করা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা নেতানিয়াহুর

ইরানে দ্বিতীয় দফা হামলার সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, বিভিন্ন সংবাদমাধ্যমের...

এই বিভাগের অন্যান্য সংবাদ