spot_img

টি-টোয়েন্টি বিশ্বকাপে রশিদের নেতৃত্বে আফগানিস্তান দল ঘোষণা

অবশ্যই পরুন

রশিদ খানের অধিনায়কত্বেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। দলে ফিয়েছেন পেসার ফজলহক ফারুকি ও অলরাউন্ডার গুলবাদিন নাইব।

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সবশেষ সিরিজে দল থেকে বাদ পড়েছিলেন ফারুকি ও নাইব। তবে বিশ্বকাপের আগে ঠিকই ডাক পেয়েছেন দলে।

কাঁধের চোট কাটিয়ে দলে ফিরেছেন নাভিন-উল-হক। পাশাপাশি স্পিন বিভাগকে আরও শক্তিশালী করেছে রহস্যময় স্পিনার মুজিব উর রহমানের অন্তর্ভুক্তি। যে কারণে মোহাম্মদ গাজানফারকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়। এছাড়া, জায়গা ধরে রেখেছেন বাঁহাতি ব্যাটার শাহিদুল্লাহ কামাল ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ ইসহাকও।

বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। এই সিরিজেও খেলবে বিশ্বকাপের জন্য ঘোষিত একই স্কোয়াড।

ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে ১৯ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজির বিকট শব্দে নতুন বছরকে বরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন চললেও নতুন বছরের শুরুতে ঢাকা মহানগর পুলিশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ