রশিদ খানের অধিনায়কত্বেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। দলে ফিয়েছেন পেসার ফজলহক ফারুকি ও অলরাউন্ডার গুলবাদিন নাইব।
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সবশেষ সিরিজে দল থেকে বাদ পড়েছিলেন ফারুকি ও নাইব। তবে বিশ্বকাপের আগে ঠিকই ডাক পেয়েছেন দলে।
কাঁধের চোট কাটিয়ে দলে ফিরেছেন নাভিন-উল-হক। পাশাপাশি স্পিন বিভাগকে আরও শক্তিশালী করেছে রহস্যময় স্পিনার মুজিব উর রহমানের অন্তর্ভুক্তি। যে কারণে মোহাম্মদ গাজানফারকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়। এছাড়া, জায়গা ধরে রেখেছেন বাঁহাতি ব্যাটার শাহিদুল্লাহ কামাল ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ ইসহাকও।
বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। এই সিরিজেও খেলবে বিশ্বকাপের জন্য ঘোষিত একই স্কোয়াড।
ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে ১৯ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

