spot_img

তারেক রহমানকে সহমর্মিতা জানালেন পাকিস্তানের স্পিকার

অবশ্যই পরুন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সহমর্মিতা জানান তিনি।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মি‌নি‌টে ঢাকায় এসে পৌঁছান পাকিস্তানের স্পিকার।

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।

স্মরণকালের বৃহত্তম জনসমাগম হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানাজায়। এতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং ৩২টি দেশের রাষ্ট্রদূতগণ অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কি না সিদ্ধান্ত এক সপ্তাহের মধ্যে

বাংলাদেশকে সমর্থন জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান বয়কট করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)...

এই বিভাগের অন্যান্য সংবাদ