spot_img

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার কোমায়

অবশ্যই পরুন

অস্ট্রেলিয়ার এক সময়ের তারকা ব্যাটার ও কিংবদন্তি ড্যামিয়েন মার্টিন মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কৃত্রিম কোমায় রয়েছেন। ৫৪ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মার্টিন। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ইনডিউসড কোমায় রাখার সিদ্ধান্ত নেন।

১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন মার্টিন। চারটি অ্যাশেজ সিরিজে অংশ নেওয়া এই ব্যাটসম্যান ২০০৬–০৭ অ্যাশেজের তৃতীয় টেস্টের আগে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। জাতীয় দলের হয়ে দুটি বিশ্বকাপও জিতেছেন তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা টড গ্রিনবার্গ এক বিবৃতিতে বলেন, ‘ড্যামিয়েনের অসুস্থতার খবরে আমরা সবাই মর্মাহত। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং বিশ্বজুড়ে ক্রিকেট সমাজের সবার শুভকামনা এই সময়ে তার সঙ্গে রয়েছে।’

মার্টিন পরিবারের পক্ষ থেকে তার ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট নিশ্চিত করেছেন, মার্টিন সর্বোচ্চ চিকিৎসা সেবা পাচ্ছেন।

সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ‘চিকিৎসকেরা আশাবাদী, আগামী কয়েক দিনের মধ্যেই মার্টিনকে কোমা থেকে বের করে আনা সম্ভব হতে পারে।’

মেনিনজাইটিস একটি মারাত্মক সংক্রমণ, যা মস্তিষ্ক ও মেরুদণ্ডকে ঘিরে থাকা সুরক্ষামূলক ঝিল্লিতে প্রদাহ সৃষ্টি করে।

সর্বশেষ সংবাদ

জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ পররাষ্ট্র উপদেষ্টার

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ