spot_img

আর্চারকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ইংল্যান্ডের

অবশ্যই পরুন

চোটে আক্রান্ত জফরা আর্চারকে নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এই আসর দিয়ে প্রথমবার কোনো বৈশ্বিক টুর্নামেন্টে নেতৃত্ব দিতে যাচ্ছেন হ্যারি ব্রুক।

অ্যাশেজের তৃতীয় টেস্টের পর ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও দলে রাখা হয়েছে জফরা আর্চারকে। এছাড়া, ১৫ সদস্যের এই দলে আছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক না হওয়া জশ টাং। অ্যাশেজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার স্বরুপ দলে জায়গা পেয়েছেন তিনি।

ভাঙা আঙুল নিয়ে নিউজিল্যান্ডে সাদা বলের সিরিজ থেকে ছিটকে যাওয়া অলরাউন্ডার উইল জ্যাকস ফিরেছেন। অন্তর্ভুক্ত করা হয়েছে অলরাউন্ডার স্যাম কারেনকে।

স্পিন বিভাগে আদিল রশিদের সঙ্গে যোগ দিয়েছেন লিয়াম ডসন ও রেহান আহমেদ।

আগামী ৮ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে নেপালের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে ইংল্যান্ড।

সর্বশেষ সংবাদ

পোস্টাল ভোটের নিবন্ধন সময়সীমা বাড়লো

বাংলাদেশ নির্বাচন কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩০...

এই বিভাগের অন্যান্য সংবাদ