রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। সোমবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
তিনি এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। তবে কিয়েভ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ভ্লাদিমির জেলেনস্কি পাল্টা অভিযোগ করেন— রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে চলমান শান্তি সংলাপ পণ্ড করার চেষ্টায় আছে মস্কো।
এদিকে ল্যাভরভের এই বিবৃতির কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জেলেনস্কি বিবৃতির বক্তব্যকে ‘গতানুগতিক রুশ মিথ্যাচার’ উল্লেখ করে বলেন, “এটা আসলে ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়ার অজুহাতমাত্র। এর আগেও রাশিয়া নিজেদের সরকারি ভবন ও স্থাপনায় এমন হামলা চালিয়েছে।”
এসব অপচেষ্টা করে ‘লাভ হবে না’ জানিয়ে জেলেনস্কি আরও বলেন, “বিশ্ব ইতোমধ্যে রাশিয়ার গোপন মতলব জেনে গেছে। ইউক্রেনে দীর্ঘমেয়াদি শান্তি স্থাপনের পথে রাশিয়ার কোনো ধরনের বাধা আর আমরা মানতে প্রস্তুত নই।”
ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের কয়েক ঘণ্টা পরই নভগোরোদে পুতিনের সরকারি বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা ঘটে। সূত্র, বিবিসি

