spot_img

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচনে অংশ নেবেন না

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলটির মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন তিনি। এছাড়াও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন তিনি। তবে তিনি নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আজকে একটি ঐতিহাসিক দিন। আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। তিনি এবারের নির্বাচনে অংশগ্রহণ করবে না। একইসঙ্গে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

সদ্য এনসিপিতে যোগ দেয়া আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি আজ এনসিপিতে যোগ দিয়েছি। আমি এবার নির্বাচনে অংশ নিচ্ছি না। আমি মনে করি, আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে আমাদের জুলাই অভ্যুত্থানের বহু সহযোদ্ধাদের সংসদের যাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারি, এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না। এছাড়াও গণভোটে হ্যাঁ ভোট দিতে সবার প্রতি আহবানও জানান তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতেই বক্তব্য দেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আসিফ মাহমুদকে স্বাগত জানিয়ে বলেন, আজ থেকে আমি নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। এই দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ।

এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩’শ আসনের বিপরীতে এনসিপির পক্ষ থেকে সারাদেশে ৪৭ টি আসনে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। তবে জোটের সঙ্গে আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি।

সর্বশেষ সংবাদ

আর্চারকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ইংল্যান্ডের

চোটে আক্রান্ত জফরা আর্চারকে নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এই আসর দিয়ে প্রথমবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ