spot_img

রোনালদো ছাড়াও গ্লোব সকার অ্যাওয়ার্ডে আর কে কী পেলেন

অবশ্যই পরুন

ব্যালন ডি’অর এবং ফিফা ‘দ্য বেস্ট’ জয়ের পর এবার ‘গ্লোব সকার অ্যাওয়ার্ড’-এ বর্ষসেরার মুকুট জিতলেন উসমান ডেম্বেলে। পিএসজিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও লিগ আঁ শিরোপা জেতানো এই ফরাসি ফরোয়ার্ড ২০২৫ সালে ব্যক্তিগত পারফরম্যান্সেও ছিলেন অনন্য। দুবাইয়ে আয়োজিত জমকালো এই অনুষ্ঠানে ডেম্বেলে ছাড়াও জয়জয়কার ছিল পিএসজি এবং বার্সেলোনার।

সাধারণত ব্যালন ডি’অর ও ফিফা বেস্ট দেয়া হয় এক মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে তবে গ্লোব সকারে বিবেচনা করা হয় পুরো বছরের পরিসংখ্যান।  ২০২৫ সালে ৩৩ গোল ও ১৫ অ্যাসিস্ট করে প্রত্যাশিতভাবেই সেরা খেলোয়াড়ের ট্রফি হাতে নিলেন ডেম্বেলে। গতবছর যা জিতেছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

দুবাই গ্লোব সকারে এবার বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। লুইস এনরিকে জিতেছেন সেরা কোচের পুরস্কার, বর্ষসেরা ক্লাবের খেতাব পেয়েছে পিএসজি। এছাড়া উদীয়মান সেরা খেলোয়াড় হয়েছেন পিএসজির দেজিরে দুয়ে এবং সেরা মিডফিল্ডারের পুরস্কার গেছে ভিতিনহার ঝুলিতে। আল-নাসরের হয়ে মাঠ মাতানো ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছেন ‘সেরা মধ্যপ্রাচ্যের খেলোয়াড়’-এর তকমা।

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা সংশ্লিষ্টরা এবার ৪টি ক্যাটাগরিতে জয়ী হয়েছেন। আইতানা বোনমাতি বর্ষসেরা নারী খেলোয়াড় এবং বার্সেলোনা সেরা নারী ফুটবল দল নির্বাচিত হয়েছে। তরুণ সেনসেশন লামিন ইয়ামাল জিতেছেন ‘সেরা ফরোয়ার্ড’ ও ‘ম্যারাডোনা পুরস্কার’। এছাড়া ‘প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছেন দুই কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা ও হিদেতোশি নাকাতা।

একনজরে অন্যান্য বিজয়ীরা:
গ্লোব স্পোর্টস অ্যাওয়ার্ড: নোভাক জোকোভিচ
সেরা মিডফিল্ডার: ভিতিনহা
সেরা ডিরেক্টর: লুইস ক্যাম্পোস (পিএসজি)
সেরা এজেন্ট: জর্জ মেন্ডেস
সেরা প্রেসিডেন্ট: নাসের আল খেলাইফি
সেরা কন্টেন্ট নির্মাতা: বিলাল হাদ্দাদ
সেরা অ্যাকাডেমি: রাইট টু ড্রিম অ্যাকাডেমি (ঘানা)
সেরা কামব্যাক: পল পগবা
সেরা জাতীয় দল: পর্তুগাল
সেরা স্পোর্টস ব্রান্ডিং: লস অ্যাঞ্জেলস এফসি
সেরা মানসিক কোচ: নিকোলেট্টা রোমানাজি
প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড: হিদেতোশি নাকাতা ও আন্দ্রেস ইনিয়েস্তা

এই পুরস্কারটি মূলত ফুটবল অনুরাগী এবং সাংবাদিক, কোচ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের যৌথ ভোটাভুটির ভিত্তিতে প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ

আর্চারকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ইংল্যান্ডের

চোটে আক্রান্ত জফরা আর্চারকে নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এই আসর দিয়ে প্রথমবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ