spot_img

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে এনসিপি-এলডিপি: শফিকুর রহমান

অবশ্যই পরুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

আজ রোববার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশ গড়ার জন্য, ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর সমাজক দাঁড় করানোর অঙ্গীকার নিয়ে এতদিন ৮টি দল আমরা একসঙ্গে কাজ করছিলাম। তার সাথে আজ আরও দুটি দল সম্পৃক্ত হয়েছে। কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি।

তিনি আরও বলেন, এনসিপির সঙ্গে একটু আগে বৈঠক সমাপ্ত হয়েছে। তারা বৈঠকে আসার সময়-সুযোগ পাননি। দলীয় পরিসরে তারা মিটিং করে রাতের মধ্যে তাদের সম্পৃক্ত হওয়ার বিষয়টি পরিষ্কার জানিয়ে দেবে।

এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল না এনসিপির কোনো প্রতিনিধি। এই বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, নাহিদ ইসলাম সরাসরি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি তাদের সিদ্ধান্ত আমাদের অবহিত করেছেন। তারা আরেকটি সংবাদ সম্মেলন করে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন।

আসন সমঝোতার বিষয়ে জামায়াত আমির আরও বলেন, আমাদের আসন সমঝোতা প্রায় শেষ। সামান্য একটু বিষয় যা বাকি রয়েছে, নমিনেশন জমা দেওয়ার পর আলাপ-আলোচনার ভিত্তিতে সমাধান করতে পারবো। এই বিষয়ে কোনো সমস্যা হবে না।

সর্বশেষ সংবাদ

২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাঙ্কিংয়ে রয়েছেন মেসি, রোনালদো!

চলতি বছরে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবারে মতো ব্যালন ডি’অর জিতেছেন ওসামান দেম্বেলে। তার হাত ধরেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ...

এই বিভাগের অন্যান্য সংবাদ