spot_img

অক্ষয় খান্নাকে নিয়ে গুরুতর অভিযোগ করলেন প্রযোজক

অবশ্যই পরুন

বলিউডে নতুন করে বিতর্কের মুখে অক্ষয় খান্না। ‘ধুরন্ধর’ সিনেমায় রেহমান ডাকাত চরিত্রে প্রশংসিত অভিনয়ের পর হঠাৎ করেই অজয় দেবগনের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম থ্রি’ থেকে তার সরে দাঁড়ানো নিয়ে শুরু হয়েছে জল্পনা। এবার বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সিনেমাটির প্রযোজক কুমার মঙ্গত পাঠক। তার অভিযোগে নতুন করে উত্তাল হয়েছে নেটদুনিয়া।

প্রথমে শোনা গিয়েছিল, পারিশ্রমিক সংক্রান্ত মতবিরোধের কারণেই ‘দৃশ্যম থ্রি’ ছেড়েছেন অক্ষয় খান্না। তবে বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে কুমার মঙ্গত পাঠক জানান, আসল কারণ ছিল অভিনেতার কিছু সৃজনশীল দাবি। প্রযোজকের দাবি, অক্ষয় খান্নাকে আনুষ্ঠানিকভাবে ‘দৃশ্যম থ্রি’র জন্য চুক্তিবদ্ধ করা হয়েছিল। বহুবার দরকষাকষির পর তার পারিশ্রমিকও চূড়ান্ত হয়। তবে শুটিংয়ের আগে অক্ষয় উইগ বা পরচুলা পরার দাবি করেন। পরিচালক অভিষেক পাঠক তাকে বোঝান, যেহেতু এটি ‘দৃশ্যম টু’-এর সরাসরি সিক্যুয়েল, তাই পরচুলা ব্যবহার করলে গল্পের ধারাবাহিকতায় সমস্যা হবে। প্রথমে অক্ষয় বিষয়টি মেনে নিলেও পরে আবারও একই দাবি তোলেন।

কুমার মঙ্গত পাঠক জানান, বিষয়টি নিয়ে আলোচনায় বসতেও রাজি ছিলেন পরিচালক। কিন্তু এর মাঝেই অক্ষয় জানিয়ে দেন, তিনি আর সিনেমাটিতে কাজ করতে চান না। কুমার অভিযোগ করে জানান, অক্ষয় খান্নার সেটে থাকলে পরিবেশ নষ্ট করেন এ নিয়ে তাকে আগেও সতর্ক করা হয়েছিল। এমনকি ২০১৯ সালের ‘সেকশন ৩৭৫’ সিনেমার সময়েও অভিনেতার অপেশাদার আচরণ নিয়ে অভিযোগ উঠেছিল বলে দাবি করেন তিনি।

এমনকি প্রযোজকের আরও বলেন, আলিবাগের ফার্মহাউসে স্ক্রিপ্ট শোনার সময় অক্ষয় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, ‘দৃশ্যম থ্রি’কে ‘৫০০ কোটির সিনেমা’ বলেও মন্তব্য করেছিলেন। চুক্তি সই, অগ্রিম টাকা নেয়া এবং পোশাক ডিজাইনের খরচ দেয়ার পর শুটিংয়ের মাত্র ১০ দিন আগে সিনেমাটিতে কাজ না করার কথা জানান অভিনেতা। এই ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করে কুমার মঙ্গত পাঠক জানান, অক্ষয় খান্নার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। ইতোমধ্যে তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, যদিও এখনও কোনও জবাব মেলেনি।

তবে প্রযোজকের দাবি, অক্ষয়ের সরে দাঁড়ানোয় ‘দৃশ্যম থ্রি’-এর কোনও ক্ষতি হবে না। সিনেমাটিতে তার পরিবর্তে অভিনয় করবেন জয়দীপ আহলাওয়াত। কুমার মঙ্গত পাঠকের কথায়, “দৃশ্যম একটি বড় ব্র্যান্ড। কে আছে, কে নেই তাতে সিনেমার সাফল্য নির্ভর করে না।”

অন্যদিকে, বর্তমানে বেশ ভালো সময় কাটাচ্ছেন অক্ষয়। যদিও এই মন্তব্য ও অভিযোগ ঘিরে বলিউডে এখন তুমুল আলোচনা। অক্ষয় খান্না এ বিষয়ে কী জবাব দেন, সেটাই এখন দেখার পালা।

সূত্র: ইয়ন

সর্বশেষ সংবাদ

২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাঙ্কিংয়ে রয়েছেন মেসি, রোনালদো!

চলতি বছরে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবারে মতো ব্যালন ডি’অর জিতেছেন ওসামান দেম্বেলে। তার হাত ধরেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ...

এই বিভাগের অন্যান্য সংবাদ