শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত দলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা সাতজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। ডাম্বুলায় আগামী ৭ জানুয়ারি শুরু হয়ে সিরিজটি, আর শেষ হবে ১১ জানুয়ারি।
এই সিরিজ দিয়ে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রংপুর রাইডার্সের ওপেনার খাজা নাফি। একই সঙ্গে বিপিএলে খেলা অলরাউন্ডার ফাহিম আশরাফও আছেন দলে। রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনার সাহিবজাদা ফারহান এবং অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য হিসেবে স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন।
ঢাকা ক্যাপিটালস থেকে উইকেটকিপার ব্যাটসম্যান উসমান খান ও পেসার সালমান মির্জাকে ছাড়তে হবে জাতীয় দলের ডাকে। সিলেট টাইটানসের ওপেনার সাইম আইয়ুবও শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন।
অন্যদিকে, বিগ ব্যাশ লিগে ব্যস্ত থাকায় বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলীকে এই সিরিজের দলে রাখা হয়নি। তবে সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশে খেলা শাদাব খানকে দলে ফিরিয়েছে পিসিবি। কাঁধের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর জুনের পর এই প্রথম জাতীয় দলে ফিরলেন তিনি।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:
সালমান আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।

