spot_img

যুদ্ধের মধ্যেই কোরআন মুখস্থ করলেন ৫০০ ফিলিস্তিনি, পেলেন সংবর্ধনা

অবশ্যই পরুন

ইসরায়েলের বর্বর হামলা ও ধ্বংসযজ্ঞের মধ্যেই গাজার ফিলিস্তিনিরা অনন্য নজির গড়লেন। অবরুদ্ধ এই উপত্যকায় যুদ্ধের ভয়াবহতা উপেক্ষা করে পবিত্র কোরআন মুখস্থ (হিফজ) সম্পন্ন করেছেন ৫০০ জন ফিলিস্তিনি।

গত ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) গাজা সিটির আল-শাতি শরণার্থী শিবিরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই হাফেজদের সম্মাননা জানানো হয়।

দৃঢ় মনোবল ও ঘুরে দাঁড়ানোর গল্প টানা হামলায় গাজার জনজীবন বিপর্যস্ত। বাড়িঘর ধসে পড়েছে, স্বজন হারানোর বেদনা প্রতিটি পরিবারে। এমন কঠিন পরিস্থিতির মধ্যেও এই ৫০০ ফিলিস্তিনি তাদের মনোবল হারাননি। তারা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই মহান আল্লাহর বাণী বুকে ধারণ করেছেন।

আল-শাতি শরণার্থী শিবিরের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, ইসরায়েলের চালানো গণহত্যা এবং অবরোধ গাজাবাসীর ঈমানি শক্তিকে দমাতে পারেনি। এই আয়োজন তারই প্রমাণ।

সর্বশেষ সংবাদ

থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত

থাইল্যান্ড ও কম্বোডিয়া কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র সীমান্ত সংঘাত বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দক্ষিণ-পূর্ব এশিয়ার এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ