spot_img

তাহিরপুর সীমান্ত থেকে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার

অবশ্যই পরুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ–ভারত সীমান্তে অভিযান চালিয়ে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন–২৮ বিজিবি।

শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চারাগাঁও বিওপির একটি বিশেষ টহলদল সীমান্তের মাইজহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, পলিথিনে মোড়ানো অবস্থায় গাছের ডালপালার নিচে লুকানো এসব ডেটোনেটর উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধারকৃত ডেটোনেটরগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরিতে ব্যবহার করা সম্ভব। ধারণা করা হচ্ছে, দেশের স্থিতিশীল পরিবেশ বিনষ্টের উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা হচ্ছিল।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন–২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার, নিয়মিত টহল ও সতর্ক অবস্থান বজায় রাখার ফলেই এই চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধার করা বিস্ফোরক দ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ

নোয়াখালীকে উড়িয়ে দিল চট্টগ্রাম

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুই সমালোচিত দলের লড়াই। চট্টগ্রাম রয়্যালস, যাদের ফ্র্যাঞ্চাইজি মালিক টুর্নামেন্ট শুরুর একদিন আগে সরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ