ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং এর পেছনে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বিশ্বজুড়ে বিক্ষোভ করেছেন শিখ ধর্মাবলম্বীরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালি ও অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশে ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। আজারবাইজান ভিত্তিক সংবাদমাধ্যম কালিবার.এজে এই তথ্য নিশ্চিত করেছে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদি এবং কানাডার শিখ অধিকারকর্মী হারদীপ সিং নিজ্জার উভয়ই নিজ নিজ অবস্থানে থেকে ভারতের আধিপত্যবাদী নীতির কড়া সমালোচক ছিলেন। ওয়াশিংটন, লন্ডন, টরন্টো, মিলান ও মেলবোর্নের বিক্ষোভগুলোতে বক্তারা দাবি করেন, এই দুই হত্যাকাণ্ডই ভারতের রাষ্ট্রীয় মদতে সংঘটিত হয়েছে।
বাকু ইনিশিয়েটিভ গ্রুপের (বিআইজি) মতে, গত বুধবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত এই প্রতিবাদগুলোর মূল লক্ষ্য ছিল মোদি সরকারের কর্মকাণ্ডের প্রতি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা।
গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে গত ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিক্ষোভকারীরা ২০২৩ সালে কানাডায় নিহত শিখ নেতা হারদীপ সিং নিজ্জারের বিষয়টিও সামনে আনেন। নিজ্জার হত্যাকাণ্ডের জেরে ইতোমধ্যে ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে। কানাডা সরকার অভিযোগ করেছে, তাদের ভূখণ্ডে ভারতের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য চরম হুমকিস্বরূপ।

