spot_img

আবারও উত্তেজনা থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

অবশ্যই পরুন

আবারও সংঘাত হয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে। মঙ্গলবার রাতে দফায় দফায় গুলি বিনিময় করেছে দু’পক্ষ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে দফায় দফায় গুলি বিনিময় করেছে দু’দেশ।

এছাড়াও হয়েছে বিস্ফোরণের ঘটনাও। কৌশলগত আধিপত্য ধরে রাখতে তৎপর উভয় দেশ। যুদ্ধবিরতি ভেঙেই চলছে পাল্টাপাল্টি সংঘাত। আতঙ্কে ঘরবাড়ি ছেড়েছে আশপাশের এলাকার বাসিন্দারা।

একদিন আগেই ব্যাংকক প্রশাসন জানিয়েছিল, যুদ্ধবিরতি পুনরায় কার্যকরে আবারও আলোচনায় বসতে রাজি হয়েছে বিবদমান দেশ দু’টি।

বুধবার (২৪ ডিসেম্বর) থাইল্যান্ডের চানথাবুরিতে বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা। গত জুলাইয়ে ৫ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতি চুক্তি সই করেছিল দুই দেশ। মধ্যস্থতা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের শুরুতে আবার লড়াই শুরু হয় দুই দেশের সীমান্তে। হতাহতের ঘটনাও হয়।

সর্বশেষ সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ