spot_img

আবারও উত্তেজনা থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

অবশ্যই পরুন

আবারও সংঘাত হয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে। মঙ্গলবার রাতে দফায় দফায় গুলি বিনিময় করেছে দু’পক্ষ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে দফায় দফায় গুলি বিনিময় করেছে দু’দেশ।

এছাড়াও হয়েছে বিস্ফোরণের ঘটনাও। কৌশলগত আধিপত্য ধরে রাখতে তৎপর উভয় দেশ। যুদ্ধবিরতি ভেঙেই চলছে পাল্টাপাল্টি সংঘাত। আতঙ্কে ঘরবাড়ি ছেড়েছে আশপাশের এলাকার বাসিন্দারা।

একদিন আগেই ব্যাংকক প্রশাসন জানিয়েছিল, যুদ্ধবিরতি পুনরায় কার্যকরে আবারও আলোচনায় বসতে রাজি হয়েছে বিবদমান দেশ দু’টি।

বুধবার (২৪ ডিসেম্বর) থাইল্যান্ডের চানথাবুরিতে বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা। গত জুলাইয়ে ৫ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতি চুক্তি সই করেছিল দুই দেশ। মধ্যস্থতা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের শুরুতে আবার লড়াই শুরু হয় দুই দেশের সীমান্তে। হতাহতের ঘটনাও হয়।

সর্বশেষ সংবাদ

তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশের নারী ও বেকার যুবকদের কর্মসংস্থান এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১৫ দশমিক ৭৫ কোটি ডলার ঋণ সহায়তা অনুমোদন করেছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ