আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ১ ওভারে ৫ উইকেট নিয়েছেন ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ান্দানা। কম্বোডিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে এই কীর্তি গড়েন ২৮ বছর বয়সী এই পেসার।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৭ রান তোলে ইন্দোনেশিয়া। তাড়া করতে নেমে ১৫ ওভার শেষে ৫ উইকেটে ১০৬ রান করে কম্বোডিয়া। এরপরই প্রিয়ান্দানা ম্যাজিক। ১৬তম ওভারের প্রথম ৩ বলে আবরার, নির্মলজিৎ ও চ্যানথুনকে ফিরিয়ে করেন হ্যাটট্রিক! চতুর্থ বলটি ডট দেয়ার পর পঞ্চম ও ষষ্ঠ বলে তুলে নেন কম্বোডিয়ার শেষ ২ উইকেট। আর তাতেই ৬০ রানের বিশাল জয় পায় ইন্দোনেশিয়া।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে ১ ওভারে ৫ উইকেট এই প্রথম হলেও ঘরোয়া টি-টোয়েন্টিতে এমন ঘটনা আগে দুবার ঘটেছে। ২০১৩-১৪ মৌসুমে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে বিসিবি একাদশের হয়ে ১ ওভারে ৫ উইকেট নিয়েছিলেন পেসার আল আমিন। আর ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এই কীর্তি গড়েছিলেন কর্ণাটকের অভিমন্যু মিঠুন।

