spot_img

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা

অবশ্যই পরুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ‘উগ্র হিন্দুত্ববাদী’ সংগঠনের সদস্য ও সমর্থকদের বড় ধরনের বিক্ষোভ দেখা গেছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।

এ সময় কিছু বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানের ভেতরে ঢোকার চেষ্টা করেন। ভারতীয় গণমাধ্যমের খবর, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরঙ্গ দলের নেতৃত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ হাইকমিশনের বাইরে নিরাপত্তা জোরদার করে দিল্লি পুলিশ। তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কিছু বিক্ষোভকারী একাধিক স্তরের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে অগ্রসর হন।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তারা অন্তত দুটি ব্যারিকেড অতিক্রম করেন। এ সময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হাইকমিশনের সামনে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

নিরাপত্তা সংস্থাগুলো আগেই সম্ভাব্য বিক্ষোভের বিষয়ে সতর্ক ছিল। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হাইকমিশন এলাকায় তিন স্তরের ব্যারিকেড স্থাপন করা হয় এবং পুলিশ ও প্যারামিলিটারি বাহিনীর সদস্যরা টহলে ছিলেন।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ সংবাদ

সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর করার মতো পূর্ণ সক্ষমতা বাংলাদেশ পুলিশের রয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ