বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়ার উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করতে যাচ্ছে জাপান। সোমবার (২২ ডিসেম্বর) নিইগাতার স্থানীয় সরকারের এক ভোটাভুটির মাধ্যমে এই বিদ্যুৎ কেন্দ্রের চালুর বিষয়ে ‘গ্রিন সিগনাল’ দেয়া হয়েছে। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করার পক্ষে অবস্থান নিয়েছেন। তবে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালুর প্রতিবাদে স্থানীয় বাসিন্দা এবং ফুকুশিমা বিপর্যয় থেকে বেঁচে ফেরা মানুষদের বিক্ষোভ করতে দেখা যায়।
সংসদের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে প্রায় ৩০০ বিক্ষোভকারী সেখানে সমবেত হন। তাদের হাতে থাকা ব্যানারগুলোতে লেখা ছিল— ‘আমরা কাশিওয়াজাকি-কারিওয়া পুনরায় চালুর বিরোধিতা করি’।
দেশটি ইতোমধ্যেই কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা পুনরায় চালু করেছে। এর আগে, ২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর জনরোষের মুখে দেশটির ৫৪টি রিঅ্যাক্টর বন্ধ করে দেওয়া হয়েছিল।
দেশের ৩৩টি কার্যক্ষম নিউক্লিয়ার প্ল্যান্টের মধ্যে ১৪টি ইতোমধ্যে পুনরায় চালু করা হয়েছে। তবে, কাশিওয়াজাকি-কারিওয়া হলো প্রথম প্ল্যান্ট যা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) পরিচালনা করবে।

