এক সময় টেলিভিশন ও সিনেমার পর্দায় নিয়মিত দেখা যেত আফসান আরা বিন্দুকে। সৌন্দর্য আর সাবলীল অভিনয়ে খুব অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই যেন আড়ালে চলে যান এই অভিনেত্রী।
দীর্ঘ বিরতির পর সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে শুধু অভিনয়জীবন নয়, বহুদিনের আলোচিত এক প্রশ্নের মুখোমুখিও হলেন তিনি আরেফিন শুভর সঙ্গে প্রেম ভাঙার কারণ জানালেন অভিনেত্রী।
একাধিক নাটক ও প্রজেক্টে আরেফিন শুভর সঙ্গে বিন্দুর পর্দার রসায়ন দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়। এই রসায়ন থেকেই একসময় তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রেমের গুঞ্জন ছড়ায়। তবে সে সময় দুজনই বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেননি। ২০১৪ সালের পর বিন্দু ধীরে ধীরে পর্দা থেকে হারিয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিলেন প্রায় নিঃশব্দ।
দীর্ঘ প্রায় এক দশক পর ২০২৩ সালের ওয়েব ফিল্ম ‘উনিশ২০’–তে আবারও আরেফিন শুভর সঙ্গে জুটি বাঁধেন তিনি। পুরোনো রসায়ন নতুন করে আলোচনায় আসে, দর্শকের প্রশংসাও পায় কাজটি। কিন্তু এরপরও বিন্দু আবার নিয়মিত হননি।
শুভর সঙ্গে পর্দার রসায়ন নিয়ে বিন্দু বলেন, পর্দায় শুভর সঙ্গে আমার রসায়ন অসম্ভব ভালো এটা সত্যি। কারণ আমরা একে অপরকে খুব ভালো বুঝতাম। এবার প্রেম আর বিচ্ছেদের প্রসঙ্গে জানতে চাইলে কিছুটা থমকে যান বিন্দু। হাসতে হাসতে বলেন, ছোট ছিলাম, বাচ্চা ছিলাম। এটা বিপজ্জনক প্রশ্ন!
কিছুক্ষণ থেমে বিন্দু আরও যোগ বলেন, কেন সম্পর্কটা টেকেনি এর উত্তর আমার কাছেও নেই।
দুটো মানুষের পথচলা যে একই জায়গায় শেষ হতেই হবে, এমন কোনো নিয়ম নেই। আমরা তখন কাজটাকেই পাগলের মতো ভালোবাসতাম। কাজের বাইরে অত কিছু ভাবার সুযোগই ছিল না।
ভবিষ্যতে আবার আরেফিন শুভর সঙ্গে কাজ করার সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নে বিন্দু স্পষ্ট করে জানান, সুযোগ পেলে তিনি অবশ্যই আগ্রহী। সবকিছু অনুকূলে থাকলে আবারও তাদের জুটি দর্শকের সামনে আনতে চান তিনি।
প্রসঙ্গত, ২০০৬ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজে পথচলা শুরু করেন বিন্দু। শুরুতেই তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।
এরপর ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘জাগো’, ‘এই তো প্রেম’–এর মতো জনপ্রিয় সিনেমায় কাজ করে নিজের অবস্থান শক্ত করেন। বিশেষ করে ‘এই তো প্রেম’ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় ছিল তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত অধ্যায়। পাশাপাশি ছোট পর্দার নাটকেও নিয়মিত কাজ করেছেন তিনি।
একটা সময় একের পর এক কাজ করলেও একটা সময় নিজেকে গুটিয়ে নেন অভিনেত্রী। এখন একেবারেই কম কাজ করেন বিন্দু।দীর্ঘ নীরবতার পর পডকাস্টে বিন্দুর এই খোলামেলা উপস্থিতি তাকে নিয়ে নতুন করে কৌতূহল তৈরি করেছে দর্শকের মাঝে।

