spot_img

পশ্চিম তীরে ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ থেকে গুলি করে ফিলিস্তিনি কিশোরকে হত্যা

অবশ্যই পরুন

পশ্চিম তীরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ।

সিএনএন-এর যাচাইকৃত ভিডিওতে দেখা যায়, কিশোরের দিকে সরাসরি গুলি চালানো হয়েছে। এই ঘটনা স্থানীয়ভাবে উদ্বেগ এবং নিন্দার সৃষ্টি করেছে।

ইসরায়েলি সেনাদের অভিযোগ, তাদের লক্ষ্য করে ‘পাথর ছোড়ার’ চেষ্টা করছিলো ওই কিশোর। তবে স্থানীয়রা ভিডিও’র প্রমাণ দেখিয়ে দাবি করেছেন যে গুলি করার পূর্বে নিহত ওই কিশোর পাথর ছোড়ার কোন চেষ্টা করেনি।

পশ্চিম তীরে সংঘর্ষ এবং সহিংসতা বৃদ্ধি পাওয়ার পর থেকে ফিলিস্তিনি কিশোর এবং স্থানীয়দের ওপর এমন হামলার ঘটনা কম নয় বলে দাবি করেছে সিএনএন নিউজ।

এই ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। দাবি, ফিলিস্তিনি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সর্বশেষ সংবাদ

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, বাংলাদেশের অবস্থান কত?

ফিফা তাদের বছরের শেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে সোমবার (২২ ডিসেম্বর)। প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এদিকে, বাংলাদেশ তাদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ