spot_img

উইন্ডিজকে রেকর্ড ব্যবধানে হারিয়ে নিউজিল্যান্ডের সিরিজ জয়

অবশ্যই পরুন

সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয় টেস্ট হেরে বসায় মাউন্ট মঙ্গানুইয়ে তৃতীয় টেস্ট ওয়েস্ট ইন্ডিজের জন্য ছিল বাঁচা-মরার। এই ম্যাচে জিতলে সিরিজ হারত না সফরকারীরা। তবে প্রথম ইনিংসে লড়াই করলেও দ্বিতীয় ইনিংসে অসহায় আত্মসমর্পণ করে ক্যারিবীয়রা। জ্যাকব ডাফির তোপে ১৩৮ রানে গুটিয়ে গিয়ে হার দেখল ৩২৩ রানের বিশাল ব্যবধানে। ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল কিউইরা।

রানের হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিউইদের সবচেয়ে বড় জয় এটিই। আগেরটি ছিল ২০১৭ সালে হ্যামিল্টনে ২৪০ রানে। ৪২ রানে ৫ উইকেট নিয়েছেন ডাফি। সিরিজের ৩ টেস্টে তার মোট শিকার ২৩। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক সিরিজে যা নিউজিল্যান্ডের রেকর্ড। ২০ উইকেটের আগের রেকর্ড ছিল ২০১৩ সালে ট্রেন্ট বোল্টের।

আরও একটি বড় অর্জন নিজের করে নিয়েছেন ডাফি। ক্রিকেটের ৩ সংস্করণে এ বছর ৮১ উইকেট নিয়েছেন তিনি। এক পঞ্জিকাবর্ষে যা নিউজিল্যান্ডের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল কিংবদন্তি রিচার্ড হ্যাডলির। ১৯৮৫ সালে ২৩ ম্যাচে ৭৯ উইকেট নিয়েছিলেন তিনি।

বিনা উইকেটে ৪৩ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুটা মন্দও করেনি তারা। জুটি নিয়ে গিয়েছিলেন ৮৭ রান পর্যন্ত। তবে এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ইনিংস। শেষ ৫১ রানে হারায় ১০ উইকেট। ৯৬ বলে ৬৭ রান করেন ওপেনার ব্র্যান্ডন কিং। আরেক ওপেনার জন ক্যাম্পবেল ১০৫ বলে ১৬ রান করে আউট হন।

রেকর্ডময় টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করে ম্যান অব দা ম্যাচ ডেভন কনওয়ে। রেকর্ড গড়া পারফরম্যান্সে সিরিজের সেরা খেলোয়াড় হন ডাফি।

সর্বশেষ সংবাদ

মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণ, রুশ জেনারেল নিহত

রাশিয়ার রাজধানী মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে দেশটির জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হয়েছেন। সোমবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ