spot_img

দুর্নীতির আরেক মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড

অবশ্যই পরুন

আলোচিত তোষাখানার দ্বিতীয় মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছর করে কারাদণ্ড হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) রাওয়ালপিণ্ডির বিশেষ আদালত এই রায় দিয়েছে। ১ কোটি ৬৪ লাখ রুপি করে জরিমানাও হয়েছে দু’জনের। অনাদায়ে ভোগ করতে হবে আরও কারাদণ্ড। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন ইমরান ও বুশরার আইনজীবী।

মূলত তোষাখানা দুর্নীতি সংক্রান্ত প্রথম মামলার পর, গত ডিসেম্বরে তোষাখানা-২ মামলা দায়ের করেছিল পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা-এনএবি। রাষ্ট্রীয় উপহার নিয়ে জালিয়াতির অভিযোগ করা হয় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বিশেষ আদালত বসিয়ে ৮০ দফা শুনানির পর শনিবার রায় ঘোষণা করা হয়। আদালত, ইমরান খান ও বুশরা বিবিকে পাকিস্তান দণ্ডবিধির দু’টি আইনের ধারায় মোট ১৭ বছরের কারাদণ্ড দেয়। ১ কোটি ৬৪ লাখ রুপি জরিমানাও করা হয়েছে। যা পরিশোধে ব্যর্থ হলে সাজাভোগের সময়সীমা বাড়বে আরও।

ইমরান ও বুশরার বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালে সৌদি ক্রাউন প্রিন্সের দেয়া রাষ্ট্রীয় উপহার দামী গয়নার সেট নামমাত্র মূল্যের বিনিময়ে আত্মসাৎ করেছেন তারা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ইমরান। দাবি তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে। উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন ইমরান ও বুশরার আইনজীবী।

২০২৩ সালের আগস্টে দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কারাবন্দি হন ইমরান। তখন থেকে রাওয়ালপিণ্ডির আদিয়ালওয়ালা জেলে কারাভোগ করছেন তিনি।

এর আগে, তোষাখানার প্রথম মামলায় ১৪ বছর করে কারাদণ্ড হয়েছিল ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির। পাশাপাশি রাজনীতি থেকে ১০ বছর নিষিদ্ধ করা হয় পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে।

সর্বশেষ সংবাদ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল শাহবাগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল হচ্ছে শাহবাগ। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ