spot_img

এই শীতে ব্যথা বাড়লে যা করবেন

অবশ্যই পরুন

চলছে শীতকাল। এই সময়ে অনেকেরই হাঁটু, কোমর, ঘাড় বা জয়েন্টের ব্যথা বেড়ে যায়। ঠান্ডায় রক্তসঞ্চালন কমে যাওয়া ও পেশি শক্ত হয়ে যাওয়াই এর প্রধান কারণ। ব্যথা বাড়লে করণীয়গুলো হলো—

শীতকালে ব্যথা বাড়লে যা করবেন-
১. শরীর গরম রাখুন: গরম কাপড় পরুন, বিশেষ করে হাঁটু, কোমর ও ঘাড় ঢেকে রাখুন। রাতে কাঁথা বা কম্বল ব্যবহার করুন।
২. সেঁক নিন: গরম পানির ব্যাগ বা তোয়ালে দিয়ে দিনে ২–৩ বার ১০–১৫ মিনিট সেঁক দিলে আরাম পাওয়া যায়।
৩. নিয়মিত হালকা ব্যায়াম করুন: হাঁটা, স্ট্রেচিং বা হালকা যোগব্যায়াম পেশি ও জয়েন্ট সচল রাখে। তবে ব্যথা বেশি থাকলে ভারী ব্যায়াম এড়িয়ে চলুন।
৪. গরম পানি দিয়ে গোসল করুন: সকালে বা রাতে কুসুম গরম পানিতে গোসল করলে পেশি শিথিল হয় ও ব্যথা কমে।
৫. খাদ্যাভ্যাসে খেয়াল রাখুন: ভিটামিন ডি, ক্যালসিয়াম ও ওমেগা–৩ সমৃদ্ধ খাবার (ডিম, মাছ, দুধ, বাদাম) খান। পানি কম খাবেন না—শীতেও পানিশূন্যতা ব্যথা বাড়াতে পারে।
৬. দীর্ঘ সময় এক ভঙ্গিতে বসে থাকবেন না: ঘন ঘন অবস্থান বদলান, বিশেষ করে যারা অফিসে বসে কাজ করেন।
৭. ওজন নিয়ন্ত্রণে রাখুন: অতিরিক্ত ওজন হাঁটু ও কোমরের ব্যথা বাড়ায়।
৮. প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন: ব্যথা যদি দীর্ঘস্থায়ী হয়, ফুলে যায় বা চলাফেরায় সমস্যা হয়, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান।

সর্বশেষ সংবাদ

বিশ্বের ১০ ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে শেষ অবস্থানে বিপিএল

বিশ্বের দ্বিতীয় পুরনো ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া সত্ত্বেও গুণগত মানে তলানিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ব্রিটিশ ম্যাগাজিন 'দ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ