spot_img

তাসকিনের ৩ উইকেট, ফিজের ২; শেষ পর্যন্ত জিতলো দুবাই ক্যাপিটালস

অবশ্যই পরুন

ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টিতে বাংলাদেশি দুই পেসার একে অপরের মুখোমুখি হয়েছিলেন। মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালস আর তাসকিন আহমদের শারজাহ ওয়ারিয়র্স। তারা দুইজনই চূড়ান্ত একাদশে ছিলেন। সেই হিসেবে বাংলাদেশি দর্শকদের জন্য এমন মূহুর্তটা ছিল বেশ স্মরণীয়। নিজেদের বোলিংয়ে দেখিয়েছেন দাপট। তাসকিন পেয়েছেন ৩ উইকেট আর ফিজ ২ উইকেট। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে ফিজের দুবাই।

ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে দুবাই ক্যাপিটালস। তাসকিন ৪ ওভারে ৪০ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। নিজের ব্যক্তিগত প্রথম ওভারেই জর্ডান কক্সকে ফেরান তাসকিন। নিজের দ্বিতীয় স্পেলে ভয়ংকর হয়ে ওঠা সেদিকুল্লাহ আতালকেও ফেরান তিনি। আর শেষের ওভারে অধিনায়ক শানাকার উইকেটটিও শিকার করেন তিনি।

এদিকে, শুরু থেকেই রান তুলতে চাপে পড়ে তাসকিনের শারজাহ ওয়ারিয়র্স। ১৭ ওভারে ১১৭ তুলতেই অলআউট হয়ে যায়। নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান মোস্তাফিজ। জনসন কার্লেসকে ফেরান তিনি। এরপর আদিল রশিদকে ফেরান তিনি। ফিজ মাত্র ২ ওভার বল করেন। মাত্র ১৩ রান খরচায় শিকার করেন দুই উইকেট।

সর্বশেষ সংবাদ

ভোটকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, শিগগিরই এর...

এই বিভাগের অন্যান্য সংবাদ