spot_img

ওসমান হাদির গ্রামের বাড়ি নলছিটিতে শোকের ছায়া

অবশ্যই পরুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে নেমে এসেছে শোকের ছায়া।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সরেজমিন দেখা গেছে, নলছিটি পৌর শহরের খাসমহল এলাকায় হাদির গ্রামের বাড়তে চলছে মাতম। স্বজনরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, হাদি আর নেই। সদা হাস্যজ্জ্বল হাদির মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা এলাকা।

এর আগে, গতরাতে হাদির মৃত্যু সংবাদ পাওয়ার পরপরই দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সড়কে নেমে আসে স্থানীয়রা। শহরের কলেজ মোড় এলাকায় অবস্থান নিয়ে প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা-ঝালকাঠি মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এসময় সড়কের দুই পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রাত তিনটার সময় বিক্ষুব্ধরা সরে গেলে, ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

সর্বশেষ সংবাদ

গণতন্ত্র ও দেশের শত্রুরাই ওসমান হাদিকে হত্যা করেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সুদুরপ্রসারী নীলনকশা বাস্তবায়নের জন্যই এই রক্তপাত।’ তিনি বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে...

এই বিভাগের অন্যান্য সংবাদ