রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তাঁর শারীরিক অবস্থা পূর্বের ন্যায় স্থিতিশীল রয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব তথ্য দেন বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘‘আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা বেগম খালেদা জিয়াকে দেওয়া হচ্ছে—তিনি তা গ্রহণ করতে পারছেন। গত কয়েক দিন আগে তাঁর শারীরিক অবস্থা যেরকম ছিল… আলহামদুলিল্লাহ সেটি বজায় রয়েছে। এ জন্যই চিকিৎসকরাসহ আমরা সবাই আশাবাদী; ইনশাআল্লাহ তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।’’
তিনি বলেন, ‘‘বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন সকালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসকরা এ নিয়ে পরে আলোচনা করেন। আবার প্রতিদিন সন্ধ্যার পর বিদেশি চিকিৎসকদের সঙ্গে কথা বলা হয়। সে প্রেক্ষিতে আবার মিটিং হয় এবং সে অনুযায়ী এখানে চিকিৎসা পরিচালিত হচ্ছে।’’

