নিরাপত্তা শঙ্কায় সাময়িকভাবে বন্ধ থাকা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারের নিয়মিত কার্যক্রম আবার শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে ভিসা আবেদন গ্রহণসহ সব আনুষঙ্গিক সেবা চালু করা হয়।
এর আগে বুধবার ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয় ভারতীয় হাইকমিশন। ভিসা সেন্টারের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে বুধবার দুপুর ২টা থেকে আইভিএসি–জেএফি বন্ধ থাকবে।
বার্তায় আরও বলা হয়, ওই দিন যাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সময় নির্ধারিত ছিল, তাদের পরবর্তী সময়ে নতুন স্লট দেওয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে উভয় দেশ থেকেই কূটনৈতিক বার্তা এসেছে। এরই মধ্যে দুই দিনের ব্যবধানে দুই দেশের হাইকমিশনারকে তলব করার ঘটনাও ঘটেছে।

