spot_img

প্রবাসী শ্রমিকদের সুখবর দিলো সৌদি আরব

অবশ্যই পরুন

সৌদি আরব শিল্প লাইসেন্সের অধীনে নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত ‘প্রবাসী ফি’ বাতিল করেছে। দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে মন্ত্রিপরিষদ এ সিদ্ধান্ত নেয়। কাউন্সিল অব ইকোনমিক এন্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্সের (সিইডিএ) সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্তটি নেওয়া হয়, জানিয়েছে সৌদি গেজেট।

সংবাদমাধ্যমটি জানায়, বিজ্ঞ নেতৃত্বের কাছ থেকে শিল্প খাত যে সহযোগিতা ও ক্ষমতায়ন লাভ করে তার এবং জাতীয় কারখানাগুলির ক্ষমতায়ন, তাদের স্থায়িত্ব ও আন্তর্জাতিক বাজারে সফলভাবে প্রতিযোগিতা করার সক্ষমতা বৃদ্ধিতে যুবরাজের প্রবল আগ্রহের ধারাবাহিকতায় সিদ্ধান্তটি এসেছে।

একটি প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল শিল্প অর্থনীতি গড়ে তুলেতে সৌদি আরবের উচ্চভিলাষী দৃষ্টিভঙ্গি অর্জনও এর লক্ষ্য। জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় করার উচ্চভিলাষী লক্ষ্য ‘সৌদি ভিশন ২০৩০’ বাস্তবায়নে কাজ করছে দেশটি। আর অর্থনীতিকে বৈচিত্র্যময় করার ক্ষেত্রে শিল্পকে অন্যতম মৌলিক স্তম্ভ হিসেবে বিবেচনা করছে তারা।

সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বন্দর আলখোরায়েফ বলেছেন, শিল্প শ্রমিকদের জন্য প্রবাসী ফি বাতিল করার মন্ত্রিসভার সিদ্ধান্ত টেকসই শিল্প উন্নয়নের ধারা বেগবান করবে। এই সিদ্ধান্তের জন্য তিনি সৌদি আরবের বাদশা সালমান এবং প্রধানমন্ত্রী মোহাম্মদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এই সিদ্ধান্তের ফলে সৌদি আরবে বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সর্বশেষ সংবাদ

সিনেমার প্রচারে গিয়ে চরম হেনস্তার শিকার অভিনেত্রী

সম্প্রতি ভারতের একটি সিনেমার প্রচারণা অনুষ্ঠানে গিয়ে চরম হেনস্তার শিকার হয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিধি আগারওয়াল। উপচে...

এই বিভাগের অন্যান্য সংবাদ