spot_img

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান

অবশ্যই পরুন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে জয়ের শঙ্কা থাকলেও দারুণ বোলিংয়ে ৩৯ রানের জয় তুলে নেয় যুব টাইগাররা।

ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে তুলনামূলক কম রান করলেও বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে টিকতে পারেনি শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। পুরো দল অলআউট হয়ে যায় ১৮৬ রানে।

এর ফলে বাংলাদেশ জয় পায় ৩৯ রানের ব্যবধানে। এই জয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা হয়েছে গ্রুপের রানারআপ।

গ্রুপ পর্বের ফলাফলের ভিত্তিতে সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানারআপ পাকিস্তানের। অন্য সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়া এড়াতে পেরেছে বাংলাদেশ, যা টুর্নামেন্টের জন্য বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

বিস্তারিত আসছে…

সর্বশেষ সংবাদ

শপথ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যয়

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে তিনি মার্কিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ